Khoborerchokh logo

ভাষা সৈনিক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ মৃত্যু বরন করেছেন । 126 0

Khoborerchokh logo

ভাষা সৈনিক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ মৃত্যু বরন করেছেন ।

কামাল হোসেন:
ভাষাসৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক,মুক্তাগাছার সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক পৌরসভার চেয়ারম্যান খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ আর নেই। আজ বিকেল ৩টার দিকে বার্ধক্য জনিত রোগে তিনি ইন্তেকাল করেন ।
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তার পুত্র খোন্দকার সুদীপ্ত মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর । স্ত্রী, দুই সন্তান রেখে শেষ নি:শ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com